মোঃ সালামত উল্লাহ
- drnayamot ullah-hasan
- Mar 29, 2022
- 1 min read

সংক্ষিপ্ত পরিচিতি-
মোতালিব হোমিও পরিবারের ৩য় সন্তান মোঃ সালামত উল্লাহ সোমবার ২২ই জানুয়ারি ১৯৯৬ খ্রিস্টাব্দ (৭ই মাঘ ১৪০২ বাংলা, ১লা রমজান ১৪১৬ হিজরি) তারিখে জন্ম গ্রহণ করেন। মা বাবার আদরের সন্তান হিসেবে বেড়ে উঠছিলেন। বয়স বারার সাথে সাথে একটি টিউমারও দেখা দিয়েছিল তার বাম পায়ে। নামাজ, রোজা ও মায়ের কথা নিয়মিত শুনতো এবং বড় ভাইদের সাথে পড়ালেখা, খেলাধুলা করত। মাত্র ৪ বৎসর ২ মাস ৭দিন বয়সে টিউমার ক্যান্সার জনিত কারনে মৃত্যুবরণ করেন। আজ ২২তম মৃত্যুবার্ষিকী, আপনাদের সবার নিকট তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয় প্রার্থী।
সালামতের মৃত্যুদিন-
বুধবার, সকাল ৯-১৫টা, স্থান- ঢাকা মেডিকেল, শিশু- ১২নং ওয়ার্ড। ২৯ ই মার্চ ২০০০ সাল, ১৫ চৈত্র ১৪০৬ বাংলা, ২২ জিলহজ্জ ১৪২১ হিজরি। মৃত্যুর কারণ- টিউমার ক্যান্সার।
মোতালিব হোমিও- ক্যান্সার গবেষণা শুরু
বাবা ডাঃ মোতালিব নামকে স্মরণীয় করে রাখতে অসংখ্য বইয়ে তাঁর স্মৃতিচারণ করেছেন। ২০০০ সালে ন-০২৮৫ রেজিস্ট্রেশনকৃত ‘ছালামত স্মৃতি সেবা সংস্থা’ নামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সমাজ সেবা অধিদপ্ততরে নিবন্ধন কৃত একটি সংগঠন করেন। উক্ত সংস্থার অধীনে অসংখ্য দুস্থ্য, গরীব, অসহায়, বিধবা রোগী ও বেকারত্ব দূরীকরণে হোমিও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পের কাজ আজও চলমান। বাবার কাধে ছেলের লাশ সবচেয়ে ভারি বস্তু বলে ঐ দিন থেকে বাবা ডাঃ মোতালিব ক্যান্সারে আর একজনও মৃত্যুবরণ যাতে না করেন এজন্য ব্যাপক গবেষণা করেন। তার গবেষণার একাধিক পথ নির্দেশনা রয়েছে। তিনি বলেন- ‘ক্যান্সাার আল্লাহ প্রদত্ত ব্যাধি নয়, চিকিৎসা বিভ্রাট’। প্রায় ৫০০ পরিবার এ্যালোপ্যাথিক ঔষধ মুক্ত। অসংখ্য বেকারের কর্মসংস্থান প্রকল্প, অসহায় গরীব রোগীদের জন্য ‘ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার’ বা ‘ মোতালিব বিকল্প হোমিও ক্যান্সার সেবালয়’ স্বাস্থ্য অধিদপ্তরে প্রস্তাবিত রয়েছে। আমরা ভলেন্টার পেশেন্ট বা মেডিকেল ফেরত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি, ইনশাল্লাহ।




Comments