top of page

বাংলাদেশে ৪০% মানুষ হোমিও মেডিসিন নেন

# অর্থনৈতিক প্রবৃদ্ধির আরেকটি কারণ হচ্ছে- বেকারত্ব দূরিকরণ। বর্তমান সরকার লক্ষ লক্ষ অদক্ষ শ্রমিককে দক্ষতর করে অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক অবধান রাখছে। ফলে দ্বিতীয় চীন হচ্ছে বাংলাদেশ।

# বর্তমানে বাংলাদেশে হোমিও দক্ষ ও অদক্ষ মিলিয়ে এই পেশার সাথে সংযুক্ত আছে প্রায় ৭০,০০০/- ক্ষুদে দার্শনিক। দেশের সর্বত্র হোমিও সেবা নিশ্চিত করতে দীর্ঘ ৪৪ বৎসর ধরে কাজ করছে মোতালিব হোমিও। হোমিও ডিপ্লোমা বা ব্যাচেলর ডিগ্রীধারী/ ছাত্রদের ৩২ বৎসরের অভিজ্ঞতার আলোকে মরহুম ডাঃ মোতালিব স্যারের দিক নির্দেশনায় পরিচালিত ‘হোমিও মেডিসিন কোর্স’ এর মাধ্যমে দক্ষ জনবল তৈরিতে হোমিওপ্যাথিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সুতরাং আপনার কাছের ভাইটিকে ক্যান্সার/ টিউমার অপারেশন না করে নিরাময় ও ক্যান্সার কৃত্রিম ব্যাধি নিয়ে কাজ করতে ‘মোতালিব ফাউন্ডেশন’ সংস্থার মাধ্যমে দেশের সবত্র হোমিও সেবা প্রচার ও প্রসারে আপনিও এগিয়ে আসুন। প্রশিক্ষণ, সার্টিফিকেট ও কর্মসংস্থান। সরকার অনুমোদিত।

# বাংলাদেশে ৪০% মানুষ হোমিও মেডিসিন নেন এবং প্রায় ৯০০০ কোটি টাকার হোমিও বাজার।

# কোর্সে অংশ নিন। বেকারত্ব দূরিকরণে সাদাকা হিসেবে কাছের ভাইটিকে একবার হলেও বলুন।














 
 
 

Comments


Post: Blog2_Post
bottom of page